ফেসবুকে নির্দিষ্ট কারো কাছে অফলাইন হয়ে থাকুন। অন্য সবাই Active দেখতে পাবে শুধু ঐ ব্যক্তি ছাড়া !


ফেসবুকে নির্দিষ্ট কারো কাছে অফলাইন হয়ে থাকুন। অন্য সবাই Active দেখতে পাবে শুধু ঐ ব্যক্তি ছাড়া।

আজকে আমি আপনাদের দেখাব – ফেসবুকে কিভাবে নির্দিষ্ট কোন ব্যক্তির কাছে অফলাইন হয়ে থাকা যায়।

আমরা যখন ওনলাইনে থাকি অনেক সময় তা অনেকের কাছে গোপন রাখতে চাই। আর সেজন্য চ্যাট অফ করে রাখি। কিন্তু এতে করে আর কেউই আপনাকে অনলাইনে দেখতে পায় না!

কিন্তু আজকের টিপসের মাধ্যমে শুধু নির্দিষ্ট কারো কাছে অফলাইন ও অন্য সকলের কাছে অনলাইন হয়ে থাকতে পারবেন।

প্রথমেই আপনি ক্রোম বা ফোনের ডিফল্ট ব্রাউজার থেকে ডেস্কটপ মুড ওন করে ফেসবুকে প্রবেশ করুন।
আপনার আকাউন্টে লগিন করুন।

তারপর একদম নিচের দিকে চ্যাট রয়েছে।
এখান থেকে চ্যাট এর উপরের সেটিং আইকন এ ক্লিক করুন।

তার পর সেখান থেকে Turn Off Chat এ ক্লিক করুন।

পরবর্তী পেইজে Turn off contact for some people অথবা Turn off chat for only some friends যদি থাকে তাহলে সেই লেখাটা মার্ক করুন। নিচের ঘরটায় যার কাছে অফলাইন থাকতে চান তার নাম
লিখে তাকে সিলেক্ট করুন। সেভ করুন।

এইবার যাকে সিলেক্ট করলেন সে আর আপনাকে ওনলাইনে দেখতে পাবে না।

"ধন্যবাদ" 

Comments

Popular posts from this blog

জেনে রাখুন যেভাবে স্মার্টফোন / মোবাইল বিস্ফোরণ থেকে রক্ষা পেতে পারবেন !

এই কাজ গুলো করলে মোবাইল ফোনের মেমোরি কখনোই full হবে না!

টাইপিং শিখতে চান ? দ্রুত টাইপিং শেখার সবচেয়ে সহজ উপায় । Download Typing Master Pro