YouTube Community Guidelines বাংলাই পড়ুন।

যে ভিডিও গুলো ইউটিউব এ দিলে তারা আপনাকে লাথি মেরে বের করে দিবে – Youtube Community Guidelines এ তারা কিছু বিষয় উল্লেখ করেছে। তা হচ্ছে এগুলো – Nudity or sexual content Harmful or dangerous content Violent or graphic content Copyright Hateful content Threats Spam, misleading metadata, and scams আমরা আজকে প্রত্যকটি বিষয় বাংলায় ব্যাখ্যা করব। পড়তে থাকুন নিচে। Nudity or sexual content আমার মতে এই জিনিস আপনারা সবাই জানেন। Nudity অথবা Sexual বলতে শজ বাংলা ভাষায় আমরা যৌনতাকে বুঝি। আপনি ভাবলেন আমি নিজে এরকম কিছু করে ইউটিউব এ আপলোড দিব। ভিডিও ত আমার নিজের ইউটিউব কিছু বলবে না। না তা হবে না। ইউটীউব এসব ভিডিও রিমুভ করে দিবে এবং আপনাকে Youtube Community Guidelines স্ট্রাইক দিবে। এমনকি আপনার চ্যানেল সরাসরি সাসপেন্ড ও হতে পারে। তাই যৌনতাকে না বলুন। এসব থেকে থেকে বিরত থাকুন। ইউটিউব এর অফিশিয়াল ভাষায় – “YouTube is not for po rnography or sexually explicit content. If this describes your video, even if it’s a video of yourself, don’t post it on YouTube. Also, be advised that we work closely with law enforcement and we report child exploitation” Harmful or dangerous content ডেঞ্জার শব্দের সাথে আমরা সবাই অবগত আছি। আর হারম্ফুল মানে ক্ষতিকর তাও আমরা সবাই জানি। ইউটিউব এ আপনি এমন কিছু দিতে পারবেন না। ধরুন আপনি দেখালেন ছাদ থেকে লাফ দিয়ে নিচে পরলে মানুষ মরে না। এখন আপনি যে প্রেঙ্ক করেছেন তা বড় রা বুঝবে কিন্তু কোন ছোট ছেলে অথবা মেয়ে এটা বিশ্বাস করে যদি এই কাজ করে ভাবুন তাহলে কি হবে। তাই এরকম কোন ভিডিও আপনি দিতে পারবেন না যা মানুষ্কে কোন ক্ষতির দিকে ঠেলে দেয়। ইউটিউব এর অফিশিয়াল ভাষায় – “Don’t post videos that encourage others to do things that might cause them to get badly hurt, especially kids. Videos showing such harmful or dangerous acts may get age-restricted or removed depending on their severity” Violent or graphic content এমন কিছু আপনি দিতে পারবেন না যা কোন মানুষের মানসিকতায় আঘাত হানে, দুর্বল চিত্তের মানুষের সমস্যা হয় এই টাইপ ভিডিও। যেমন ধরুন আপনি আপনার বাসায় কোন পশুকে জবাই করছেন আপনি তার ভিডিও ইউটীউব এ দিলেন। এ জিনিস হবে না। এগুলো দেওয়া যাবে না। রক্ত কখনোই সভ্য মানুষ পছন্দ করে না। আপনাকে এসব থেকে দূর থাকতে হবে। অথবা আপনি এমন কোন দুর্ঘটনার ছবি দিলেন যেখানে মানুষের কষ্ট সহ্য করার মত না। এসব ভিডিও ইউটিউব এ দেওয়া যাবে না। সুতরাং এসব থেকে বিরত থাকুন। যদি আপনি আপনার নিউজে এমন কিছু দেখাতে চান সেখানে ভিডিওতে কি হচ্ছে তার পরযাপ্ত পরিমাণ ডিটেইলস দিতে হবে। ইউটিউব এর অফিশিয়াল ভাষায় – “It’s not okay to post violent or gory content that’s primarily intended to be shocking, sensational, or disrespectful. If posting graphic content in a news or documentary context, please be mindful to provide enough information to help people understand what’s going on in the video. Don’t encourage others to commit specific acts of violence” Copyright এই নিয়ে আমরা সবাই জানি কপিরাইট কি। আপনারা যদি আমার পূর্বের টিউন টি দেখেন তাহলে এই নিয়ে আরো ভালো বুঝতে পারবেন। আপনি অন্যর কিছু নিতে পারবেন না। অন্যর কোন জিনিস বিনা অনুমতিতে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন না, এমনকি ভিবিন্ন সফটও্যার এর ফ্রী কীভাবে ব্যবহার করে তা নিয়েও আপনি ভিডিও দিতে পারবেন না। এসব দিলে আপনি সাসপেন্ড হই যাবেন। এসব থেকে বিরত থাকুন। ইউটিউব এর অফিশিয়াল ভাষায় – “Respect copyright. Only upload videos that you made or that you’re authorized to use. This means don’t upload videos you didn’t make, or use content in your videos that someone else owns the copyright to, such as music tracks, snippets of copyrighted programs, or videos made by other users, without necessary authorizations” Hateful content ইউটিউব এমন একটী প্লাটফর্ম যেখানে আপনি সহজেই আপনার ভিবিন্ন মতামত তুলে ধরতে পারেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার ভিডিও তে যাতে কাউকে ছোট করে কিছু বলা না হয়। কারো বিরুদ্ধে উস্কানিমূলক কিছু বলা না হয়। কারো ধর্ম নিয়ে বিদ্রুপ অথবা নারীদের ছোট করে অথবা কোন দেশকে ছোট করে এই টাইপ যেকোন কিছু ইউটীউব এ করা যাবে না। এগুলো থেকে বিরত থাকুন। ইউটিউব এর অফিশিয়াল ভাষায় – “Our products are platforms for free expression. But we don’t support content that promotes or condones violence against individuals or groups based on race or ethnic origin, religion, disability, gender, age, nationality, veteran status, or sexual orientation/gender identity, or whose primary purpose is inciting hatred on the basis of these core characteristics. This can be a delicate balancing act, but if the primary purpose is to attack a protected group, the content crosses the line” Threats বাংলাদেশ এর মানুষ অথচ এই শব্দের সাথে পরিচয় নেই এমন একজন কেউ পাবেন না। সবাই আমরা কথায় কথায় থ্রেট দেই। এই কাজ ইউটিউব এ করা যাবে না। আপনি এমন ভিডিও আপলোড করলেন যেখানে আপনি কাউকে থ্রেট দিচ্ছেন তা হবে না। ইউটিউব এ এসব করলে আপনার চ্যানেল সাসপেন্ড হই যাবে। সুতরাং সাবধান হোন। এসব থেকে থেকে বিরত থাকুন। ইউটিউব এর অফিশিয়াল ভাষায় – “Things like predatory behavior, stalking, threats, harassment, intimidation, invading privacy, revealing other people’s personal information, and inciting others to commit violent acts or to violate the Terms of Use are taken very seriously. Anyone caught doing these things may be permanently banned from YouTube” Spam, misleading metadata, and scams এই জিনিস এর কারণে বেশিরভাগ চ্যানেল সাসপেন্ড হয়। অনেকেই এই স্পাম জিনিস্টা সাধারণ ভাবে নেন।মনে করেন আপনার কিছুই হবে না। কিন্তু এক সময় গিয়ে ঠিকই আপনি সাসপেন্ড হবে। আপনি একি কাজ বার বার করছেন তাই হচ্ছে স্পাম।একই ভিডিও বার বার দিচ্ছেন। মিসলিডিং হচ্ছে আপনি বললেন আপনার ভিডিও তে আপনি কীভাবে বিমান চালাতে হয় তা দেখিয়েছেন। কিন্তু আপনি আসলে আপনার ভিডিওতে দেখিয়েছেন দাত ব্রাশ করা। এখন সবাই বিমান চালানো শিখার জন্য আপনার ভিডিওতে ঢুকবে তারপর দেখবে আপনি বসে বসে দাঁত ব্রাশ করতেছেন এসব হবে না। এসব করলে সরাসরি সাসপেন্ড। আপনারা আমার ভিডিও টিউটোরিয়াল দেখেন তাহলে এ ব্যাপারে আরো ভালো বুঝতে পারবেন। ইউটিউব এর অফিশিয়াল ভাষায় – “Everyone hates spam. Don’t create misleading descriptions, tags, titles, or thumbnails in order to increase views. It’s not okay to post large amounts of untargeted, unwanted or repetitive content, including comments and private messages” আপনারা এই ৭ টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ইউটিউব এ ভিডিও দিবেন।

Comments

Popular posts from this blog

জেনে রাখুন যেভাবে স্মার্টফোন / মোবাইল বিস্ফোরণ থেকে রক্ষা পেতে পারবেন !

এই কাজ গুলো করলে মোবাইল ফোনের মেমোরি কখনোই full হবে না!