ফেসবুক গ্রুপে ভুয়া পোস্ট করলেই জেল হবে!

বর্তমানের সোশ্যাল মিডিয়ার সাইট গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ফেসবুক ।তেমন কি আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আদান-প্রদান করে থাকি ।কেউ ফেসবুকে ভালো কাজে ব্যবহার করে আবার কেউ ফেসবুকে অপব্যবহার করছে ।বর্তমান সময়ে আমরা ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখি ভুয়া খবর ছড়ানোর পোস্টগুলো ।যারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে চড়ায় তাদের প্রতি ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্ব নেবে বলে ঘোষণা করেছে ।যারা ফেসবুকে মূলত ভুয়া খবর ছড়িয়ে বেড়ায় তাদের জেল হবে বলে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে ।ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে যে ফেসবুক গ্রুপে ভুয়া পোস্ট চড়ানো হবে সে ফেসবুক গ্রুপের এডমিন কে আগে ধরবে ।তাই বড় বড় ফেসবুক গ্রুপের এডমিনরা খুব সাবধান থাকবেন ।আর আর আপনারও ফেসবুকের ভুয়া পোস্ট থেকে বিরত থাকবেন,যদি আপনি জেলে না যেতে চান কেননা ফেসবুক আগে থেকে এখন অনেক কঠোর হয়ে গেছে ।

Comments

Popular posts from this blog

এই কাজ গুলো করলে মোবাইল ফোনের মেমোরি কখনোই full হবে না!

জেনে রাখুন যেভাবে স্মার্টফোন / মোবাইল বিস্ফোরণ থেকে রক্ষা পেতে পারবেন !

YouTube Community Guidelines বাংলাই পড়ুন।