কোনটা ভালো হবে ? Computer VS Laptop Compare 🖥💻
আসসালামু আলাইকুম
📢 আশা করি সবাই ভালো আছেন,আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ কিনার চিন্তা ভাবনা করে থাকেন কিন্তু ভেবে পাচ্ছেন না যে কোনটা ভালো হবে তাহলে এই পোস্টটি সম্পুর্ন পড়ুন। কারণ এই পোস্ট এ আমি আপনাদের সাথে 🖥Computer এবং 💻Laptop এর সুবিধা এবং অসুবিধা তুলে ধরবো,তাই এই পোস্টটি সম্পন্ন পড়ার পর আপনি নিজেই ডিসাইট করতে পারবেন যে কোনটা ভালো হবে।
➡ প্রথমেই আমি আপনাকে বলবো যে আপনি আগে এটা ভাবুন যে আপনি কিসের জন্য Computer বা Laptop কিনতে চাচ্ছেন বা আপনি কোন কাজের জন্য কিনতে চাচ্ছেন।
আপনি যদি শুধু গান শুনা বা গেম খেলা বা ব্রাউজিং করার জন্য কিনতে চান,তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি 💻Laptop কিনেন।
আর আপনি যদি High Quality'r কোন কাজ করতে চান যেমনঃ ভিডিও এডিটিং,আউটসোর্সিং,পোগ্রামিং,ইত্যাদি তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি 🖥Computer কিনেন।
🖥Computer এর সুবিধাঃ কম্পিউটার কিনলে আপনি সব কাজি করতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারের যন্ত্রপাতি লাগাতে বা খুলতে পারবেন। এছাড়াও কম্পিউটার আপনার ঘরের সুন্দরজৌ বাড়াই। কম্পিউটারের আরো অনেক সুবিধা রয়েছে যা আমি আপনাদের বলে শেষ করতে পারবো না।
🖥Computer এর অসুবিধাঃ কম্পিউটার ব্যাবহার কারিদের ২টা সমস্যার সম্মুখীন হতে হবে। ১.বিদ্যুৎ না থাকলে আপনি কম্পিউটার ব্যাবহার করতে পারবেন না। ২.কম্পিউটার আপনি কোথাও কেরি করে নিয়ে জেতে পারবেন না।
💻Laptop এর সুবিধাঃ Laptop আপনি বিদ্যুৎ না থাকলেও ব্যাবহার করতে পারবেন চার্জের মাধ্যমে। এছাড়াও আপনি যেকোনো জায়গাতে Laptop কেরি করে নিয়ে যেতে পারবেন। কম দামে আপনি ল্যাপটপ কিনতে পারবেন।
💻Laptop এর অসুবিধাঃ কমদামের ল্যাপটপে আপনি High Quality'r কাজ করতে পারবেন না। আপনার প্রয়োজন পরলেও আপনি ল্যাপটপ খুলে যন্ত্রপাতি লাগাতে বা খুলতে পারবেন না! আরো অনেক সমস্যা রয়েছে ল্যাপটপ এ!
আপনি যে টাকা দিয়ে ল্যাপটপ কিনবেন সেই টাকাদিয়েই যদি আপনি কম্পিউটার কিনেন তাহলে আপনি সেই ল্যাপটপের চাইতে কম্পিউটারে ভালো পারফরমেন্স পাবেন।
আমি নিজেও কম্পিউটার ব্যাবহার করি।
এখোন আপনি ভেবেদেখেন আপনার জন্য কোনটা ভালো হবে।
"ধন্যবাদ"
Comments
Post a Comment