মুখে যা বলবেন তা text হয়ে যাবে। যারা লেখালেখি করেন তাদের জন্য এই post টি || Voice to Text


 আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা অনলাইনে লেখালেখি করে থাকেন অথবা যাদের ব্লগিং ওয়েবসাইট রয়েছে যেখানে আপনার আর্টিকেল লিখতে হয়।
বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কোন কিছু টাইপিং করে লিখতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায় অথবা আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়!  আপনাদের  এই কষ্টটা দূর করার জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটি  অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন শেয়ার করব যে এন্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি তে আপনারা মুখে যা বলবেন সেটাই টেক্সট আকারে কনভার্ট হয়ে যাবে। তো তারপর সেই টেক্সট টি আপনারা ইজিলি কপি করে আপনার ওয়েবসাইটে অথবা অনলাইনে যে কোন জায়গায় অথবা আপনার যদি কোন ফেসবুক পেজ থেকে থাকে সেখানে ইজিলি আপনার টেক্সট পেস্ট করে দিতে পারেন!

প্রথমে নিচের লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

Apps Download link :  Click Download

App টি ডাউনলোড করার পর অপেন করুন,তার পর এরোকম দেখতে পারবেন।

তার পর আপনার ভাষা থেকে আপনার ভাষাটি সিলেক্ট করুন।

তার পর নিচের মাইক্রোফোন অপশনে ক্লিক করুন তার পর আপনার যা বলার বলুন,তার পর বলা শেষ হলে আপনি যা বলেছিলেন উপরের খালি বক্সে  তা লেখা আকারে দেখতে পারবেন।

তার পর নিচের এই কপি আইকনে ক্লিক করে আপনার লেখা কপি করতে পারবেন।

আর হা এই App টি কিন্তুু Data বা  Wi-Fi ছাড়া চলবে না! so আপনার ফোনের ডাটা বা wi-fi চালু করে ব্যাবহার করবেন।

"ধন্যবাদ"

Comments

Popular posts from this blog

জেনে রাখুন যেভাবে স্মার্টফোন / মোবাইল বিস্ফোরণ থেকে রক্ষা পেতে পারবেন !

এই কাজ গুলো করলে মোবাইল ফোনের মেমোরি কখনোই full হবে না!

YouTube Community Guidelines বাংলাই পড়ুন।