দেখুন যেভাবে আপনার চুরি হওয়া ফোন লক করে দিবেন? চোর আপনারফোন টি আপনাকে ছাড়া আর ব্যাবহার করতে পারবে না!


দেখুন যেভাবে আপনার চুরি হওয়া ফোন লক করে দিবেন? চোর আপনারফোন টি আপনাকে ছাড়া আর ব্যাবহার করতে পারবে না!
১. আপনার চুরি হওয়া ফোনে আপনার ইমেল মানে gmail দিয়ে play store বা অন্য কিছুতে লগইন থাকতে হবে।
২. প্রথমে myaccount.google.com এ আপনার কানক্ষিত ইমেল দিয়ে লগিন হন।
৩. লগইন হলে নিচে Find your Phone লিখা অপশনে গিয়ে Get Started ক্লিক দিন।
৪. এবার আপনির আপনার চুরি হয়ে যাওয়া ফোনটি ক্লিক করুন।
৫.ক্লিক করলে নিচে থেকে lock Phone অপশনে ক্লিক করেন।
৬. আপনি এখানে ৩ টা বক্স পাবেন ১ম বক্স এ আপনি লক কোড দিন মানে পাসওয়ার্ড দিন।যেমন:017*2**41** তাহলে চোর আর ফোনের ভিতর প্রবেশ করতে পারবেনা। ২য় বক্স এ আপনার কমেন্ট লিখুন। ৩য় বক্স এ আপনার নাম্বার দিন। চোর আপনাকে ছাড়া কাউকে কল দিতে পারবেনা।
তারপর LOCK ক্লিক করেন।
৭. কাজ শেষ চুরি হওয়া ফোনে লক হয়ে গেছে।
৮. ফোন যদি চোর ফ্লাশ দেই তাও লক যাবে না। কারন গুগলের এই টি নতুন সেটিং।

"ধন্যবাদ" 

Comments

Popular posts from this blog

জেনে রাখুন যেভাবে স্মার্টফোন / মোবাইল বিস্ফোরণ থেকে রক্ষা পেতে পারবেন !

এই কাজ গুলো করলে মোবাইল ফোনের মেমোরি কখনোই full হবে না!

YouTube Community Guidelines বাংলাই পড়ুন।