হারিয়ে যাওয়া মোবাইল ফোনের লোকেশন বের যেভাবে করবেন।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনের লোকেশন বের যেভাবে করবেন।
মোবাইল ফোন হারানোটা আকস্মিকভাবেই ঘটে যায় আমাদের সাথে। মোবাইল ফোন হারানোর অভিজ্ঞতা হয়তো আপনারও রয়েছে। হ্যান্ডসেট চুরি-ছিনতাইয়ের ফলে আর্থিক ক্ষতি ছাড়াও নানা হয়রানির শিকার হতে হয় এর মালিককে। কিন্তু হারিয়ে যাওয়া ফোনের লোকেশন সহজ পদ্ধতিতে খুঁজে বের করা সম্ভব।
ইন্টারনেটভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘গুগল’ এর একটি সেবা রয়েছে যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনের বর্তমান অবস্থান তাৎক্ষনিকভাবেই জেনে নিতে পারেন। তবে এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড
ফোনের জন্য। এ অ্যাপ্লিকেশন দিয়ে মোবাইল ফোনের
বর্তমান অবস্থান জানার সুযোগ পেতে হলে আপনার ফোনটি থেকে গুগল আইডি বা জিমেইল আইডি চালু লগইন থাকতে হবে। আপনার জিমেইল আইডি যে ফোনে লগইন করা আছে সেই ফোনটি যদি হারিয়ে যায় তাহলে যেকোনো কম্পিউটার থেকে maps.google.com -এ ব্রাউজ করতে হবে। এরপর
আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটি যে গুগল আইডি দিয়ে লগইন করা আছে, সেই অ্যাকাউন্টটিই ব্যবহার করে লগইন করতে হবে। maps.google.com -এর উপরে বাম দিকে থ্রি-ডট লাইন অথবা তিন টি সরলরেখার মতো চিহ্ন দেখতে পাবেন। ক্লিক করুন
সেই চিহ্নে। ক্লিক করার পর ‘ইয়োর টাইমলাইন’ বলে একটি অপশন দেখতে পাবেন সেখানে। সেখান থেকে আপনি যে দিনের লোকেশন দেখতে চান, সেই দিনটি সিলেক্ট করতে হবে।তাহলে গুগল ম্যাপের উপর আপনার হারিয়ে যাওয়া ফোনের লোকেশন দেখতে পাবেন আপনি। আর কপাল যদি আপনার আমার থেকে দুই আজ্ঞুল বেশি চওরা হয় তবে একটু বুদ্ধিমত্তা খাটিয়ে হারিয়ে যাওয়া অথবা ছিনতাই হওয়া
ফোনটির কাছে দ্রুত পৌছে যেতে পারেন।
"ধন্যবাদ"

Comments
Post a Comment