২৮০০০+ হাদিস ১ অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতর ! 😱 ফ্রিতে Download করুন।


আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টির ভিতরে আপনারা সকল ধরনের হাদিস পেয়ে যাবেন যেমন সহিহ বুখারী,সহিহ মুসলিম এরকম আরো সকল ধরনের যে হাদীসগুলো রয়েছে সবগুলোই এই এক অ্যাপ্লিকেশন এর ভিতরে পেয়ে যাবেন। প্রথমেই যে কাজটি করতে হবে আপনার, Play Store এ যেয়ে আপনারা আল হাদিস লেখে সার্চ দিবেন প্রথমে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেটা আপনার মেবাইলে ইন্সটল করে নিবেন অথবা আপনারা এই লিংকে ক্লিক Download App করেও অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, তারপর অ্যাপস টি ওপেন করুন ওপেন করার পর এরোকম ইন্টারফেস দেখতে পারবেন।
তারপর আপনার যে হাদীসটি পড়তে মন চায় সে হাদিস এর উপরে ক্লিক করে ইজিলি পড়তে পারবেন।  

আর অবশ্যই হাদিস গুলো পড়ার সময় আপনারা আপনাদের মোবাইলের Wi-Fi অথবা মোবাইলের ডাটা অফ রাখবেন না হলে কিন্তু এডভার্টাইসমেন্ট শো হতে পারে। "ধন্যবাদ"

Comments

Popular posts from this blog

জেনে রাখুন যেভাবে স্মার্টফোন / মোবাইল বিস্ফোরণ থেকে রক্ষা পেতে পারবেন !

এই কাজ গুলো করলে মোবাইল ফোনের মেমোরি কখনোই full হবে না!

YouTube Community Guidelines বাংলাই পড়ুন।