২৮০০০+ হাদিস ১ অ্যান্ড্রয়েড অ্যাপের ভিতর ! 😱 ফ্রিতে Download করুন।
আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টির ভিতরে আপনারা সকল ধরনের হাদিস পেয়ে যাবেন যেমন সহিহ বুখারী,সহিহ মুসলিম এরকম আরো সকল ধরনের যে হাদীসগুলো রয়েছে সবগুলোই এই এক অ্যাপ্লিকেশন এর ভিতরে পেয়ে যাবেন। প্রথমেই যে কাজটি করতে হবে আপনার, Play Store এ যেয়ে আপনারা আল হাদিস লেখে সার্চ দিবেন প্রথমে যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন সেটা আপনার মেবাইলে ইন্সটল করে নিবেন অথবা আপনারা এই লিংকে ক্লিক Download App করেও অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, তারপর অ্যাপস টি ওপেন করুন ওপেন করার পর এরোকম ইন্টারফেস দেখতে পারবেন।
তারপর আপনার যে হাদীসটি পড়তে মন চায় সে হাদিস এর উপরে ক্লিক করে ইজিলি পড়তে পারবেন।
Comments
Post a Comment