জেনেরাখুন মোবাইল Fast করার ৫টি Tricks


আমরা অনেকেই এন্ড্রোয়েড মোবাইল ব্যবহার করি।
অনেকদিন ব্যবহার করার পর আপনার এন্ড্রোয়েড মোবাইলটি স্লো হয়ে যায়। কিন্তু আপনি নিশ্চয়ই চান না যেন আপনার মোবাইলটি স্লো হয়ে যাক। আজ আপনাদের দেব এমন ৫টি দরকারি টিপস দিব যা আপনার এন্ড্রোয়েড মোবাইল কে ফাস্ট করবেই করবে।
তাহলে দেখে নেই টিপস গুলোঃ

১/ ফোন টি মাঝে মাঝে রিস্টার্ট করুন। রিস্টার্ট করলে আপনার মোবাইল এর সকল রানিং Apps ক্লোজ হয়ে যায় ফলে ফোন দ্রুত কাজ করে, কিন্তু রিস্টাট  দিলে ফোন মেমোরিতে থাকা তথ্য মুছে যাবে যেমন: ছবি, অডিও, মেসেজ, নাম্বার ইত্যাদি। তাই গুরুত্বপূর্ণ তথ্য কপি করে রেখে সকলে নিজ দায়িত্বে দিবেন!

২/ মোবাইল এর এনিমেশন/Live ওয়ালপেপার অফ করুন। এটি দিয়ে দুইটি লাভ হয়। এক-এটি আপনার মোবাইলকে ফাস্ট করবে। দুই-এটি আপনার মোবাইলের ব্যাটারি সেভ করবে।

৩/ টাস্ক ম্যানেজার দিয়ে Unresponsive আপস ফোরস ক্লোজ করুন অথবা এপস মেনেজার থেকে
অপ্রয়োজনীয় এপস গুলো ফোরস স্টপ করে দিন!

৪/ মোবাইলের internal storage খালি রাখুন।

৫/ অপ্রয়োজনীয় Apps এবং Widgets আনইন্সটল করুন।

"ধন্যবাদ" 

Comments

Popular posts from this blog

জেনে রাখুন যেভাবে স্মার্টফোন / মোবাইল বিস্ফোরণ থেকে রক্ষা পেতে পারবেন !

এই কাজ গুলো করলে মোবাইল ফোনের মেমোরি কখনোই full হবে না!

YouTube Community Guidelines বাংলাই পড়ুন।